স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার মনিরামপুরের পারবাজার ও ষোলখাদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় হরিহরননগর ইউনিয়নের পারবাজারে এবং বিকেলে ঝাপা ইউনিয়নের ষোলখাদা বাজারে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পারবাজারের সভায় সভাপতিত্ব করেন হরিহরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার এবং ষোলখাদায় সভাপতিত্ব করেন ঝাপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রকি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিহরনগর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল কুদ্দুস, সৈয়দ মহসিন টিপু, নজরুল ইসলাম, ঝাপা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, সাগর হোসেন প্রমুখ। থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে থানা, পৌরসভা, ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫০