স্পোর্টস ডেস্ক : শনিবার (১৯ আগস্ট) হাঙ্গেরীর বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে ইমরান প্রথম হয়েছেন। তিনি ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন। জানা গেছে, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে প্রিলিমিনারী রাউন্ডের তৃতীয় হিটে ইমরানুর রহমান ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। তার সঙ্গে দৌড়ানো অন্য ৭ প্রতিযোগী তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০