আন্তর্জাতিক ডেস্ক : শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার ভারতের উত্তর দিনাজপুরের করণদিঘি থানার লাহুতারা কামাত প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্কুলের শিক্ষকরা। তারা সবাই মাথায় এবং শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছে। এর মধ্যে ২-৩ জনের আঘাত গুরুতর হওয়ায় করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছেন।
এই দুর্ঘটনার দায় প্রধান শিক্ষকের ওপর চাপিয়েছেন অভিভাবকরা।
স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, স্কুলের যে ভবনে এই দুর্ঘটনা ঘটেছে তার একাংশের অবস্থা গত কিছু দিন ধরেই খারাপ ছিল। এ ব্যাপারে অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।
শুক্রবার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির একটি কক্ষে ক্লাস চলছিল। গরমের জন্য সিলিং ফ্যান চালানো হয়েছিল। সেই সময় আচমকা ছাদের পলেস্তারা খসে পড়ে। আহত হয় শিক্ষার্থীরা।
কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩৮