বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন হোপ। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমি এর জন্য ফের লড়ব।’
এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভক্তরা জে-হোপকে অভিনন্দন জানাতে শুরু করেন। এ ছাড়া আর্মির পোশাকে তাকে খুবই সুন্দর লাগছে বলেও মন্তব্য করেছেন ভক্তরা।
বেশ কিছু মন্তব্য এমনও ছিল, ফিরে এসে নতুন নতুন গান উপহার দিন।
এর আগে গত ১৮ এপ্রিল সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন জে-হোপ। রাজধানী সিউল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন তিনি। সামরিক বাহিনীতে যোগ দেয়ার আগে জে-হোপ জানিয়েছিলেন, ‘আমি পরে ফিরে আসব।’
বিটিএস এর দ্বিতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন জে-হোপ। গত ডিসেম্বরে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেন ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন।
কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৮