তোমার বাস এই অন্তরে
—————————–
নীল চোখের নীলাঞ্জনা
কোথায় তুমি সেই অন্যন্যা!
নীল পাহাড়ে ওই সুদূরে
তোমার বাস এই অন্তরে ।
সেই কিশোর বয়সে
মুগ্ধ মনে খুঁজেছি তোমায়
পাহাড়ের আড়ালে
নীলা হরিনের দেশে ।
যেখানে অবারিত সবুজ মাঠ
সুনীল আকাশ,
তোমার পদচারনায়
মুখরিত বাউল বাতাস।
গহন গোপন বৃক্ষছায়ায়
সুর্যকিরণে আকাশ নীলে,
রাতের তারায় গভীর মায়ায়
পূর্ণিমা তিথীতে চন্দ্রালোকে।
দুচোখ জুড়ে স্বপ্নীল দিন
শুধুই তুমি অন্তহীন,
মনের গভীরে দৃষ্টির সীমানায়
জীবনপ্রহরে তুমি বিলীন ।
কবি পরিচিতিঃ লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে। এবারের বইমেলা ২০২৩ এ তাঁর কাব্যগ্রন্থ কাব্যপ্রেমী পাঠকদের মাঝে ব্যাপক আলোচিত হয়েছে।
কিউএনবি/নাহিদা/১৫.০৮.২০২৩/রাত ৮.৫৫