ডেস্ক নিউজ : কাউকে নিয়ে হাসি তামাশা করা শোভনীয় নয়। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, সাহাবায়ে কেরাম রাসুলে করিম (সা.)কে একবার বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও আমাদের সঙ্গে হাসি তামাশা করেন। তখন নবীজি (সা.) বলেন, হ্যাঁ, আমি হাসি তামাশা করি তবে আমি সত্য ছাড়া বলি না। জামে তিরমিজি
বর্ণিত হাদিস থেকে বোঝা যায়, সত্য কথা শরিয়তের সীমার মাঝে আনন্দদায়কভাবে উপস্থাপন করা যেতে পারে। তবে এটা মাঝেমধ্যে করা যায়। সবসময় হাসি তামাশায় মত্ত থাকা ঠিক নয়।
শোনা কথা বলে বেড়ানো
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলে করিম (সা.)কে বলতে শুনেছেন, যেকোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তা বলে বেড়ায়। সহিহ মুসলিম
কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৬