আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে দেড় বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে মারাত্মক সেনা সংকটে ভুগছে ইউক্রেন। ফলে আইন করে অনেকটা সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে দেশটির নাগরিকদের। বাধ্যতামূলক এ নিয়োগ এড়াতে ঘুস দিচ্ছেন ইউক্রেনীয় যুবকরা। অনেকে ১০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকারও বেশি পর্যন্ত ঘুস দিচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এদিকে সেনাবাহিনীতে নিয়োগে দুর্নীতি রোধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা আঞ্চলিকপ্রধানদের বরখাস্ত করেছেন।
সেনাবাহিনীতে লোকবল বাড়াতে ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই দেশে মার্শাল ল জারির সময় এই নির্দেশ দেন জেলেনস্কি।
যুদ্ধে যোদানের ভয়ে অনেক ইউক্রেনীয় পুরুষ অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করেছেন। অনেকে সফল হয়েছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রায় ১৩ হাজার জন সীমান্তরক্ষীদের কাছে আটক হয়েছেন। এ ছাড়া বিভিন্ন চেকপোস্টে জাল নথির কারণে আটক হয়েছেন ছয় হাজার ১০০ জন।
কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫২