আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলবন্দী রয়েছেন। বৃস্পতিবার কারাগারে তার সঙ্গে দেখা করেন তার স্ত্রী বুশরা বিবি। এর পরদিনই একটি ডাইরি ফাঁস হয় যেটাকে বুশরা বিবির ব্যক্তিগত ডাইরি বলে দাবি করা হচ্ছে। ডাইরিতে উঠে এসেছে ইমরান খানের ব্যক্তি ও রাজনৈতিক জীবনে বুশরা বিবির একছত্র প্রভাব। তিনিই নাকি ঠিক করে দিতেন কখন কী করতে হবে ইমরান খানকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
ফাঁস হওয়া ডাইরিতে দেখা গেছে, ইমরান খানের জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করার পাশাপাশি অনেক নির্দেশনাও দিতেন বুশরা। আর খান নাকি সেই দিকেই ছুটতেন। পা ফেলতেন বুশরার দেখানো পথেই। দেশও চালাতেন সেই ‘ঘরণী দর্শনেই’। ইমরান খানের বন্দিদশার মধ্যেই নতুন এ খবর পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপট আবারও মুখরোচক হয়ে উঠেছে।
ডাইরির বরাতে জিও নিউজ বলছে, ইমরান খানকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ ও সেনাবাহিনীর ওপর কখন চাপ দিতে হবে, সে পরামর্শ দিতেন বুশরা। এছাড়াও গভর্নরের শাসন জারি করা হলে কী করতে হবে তার কৌশলও লেখা ছিল ডায়েরিতে। প্রয়োজনে পুরো শহর বন্ধ করে দেওয়াসহ অন্যান্য কর্মকাণ্ডের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানোর কথা লেখা রয়েছে। ডায়েরির লেখা থেকে বোঝা যায়, খানের মনে রাজনৈতিক বিপ্লবের ধারণা দেওয়ার জন্য বুশরার হাত ছিল অনেকটাই। আইনি কৌশল গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বুশরা।
ডায়েরিতে লেখা উদ্ধৃতগুলো টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরালও হয় নিমিষেই। কথিত ডায়েরির শুরুতেই বুশরার একটি ছবি দেখা যায়। এরপর থেকেই খানের বিভিন্ন রাজনৈতিকসহ ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরা হয়।
তবে ডায়েরিটি বুশরা বিবির নয় বলে দাবি করেছে পিটিআই’র সদস্যরা। তাদের মতে, খানের সুনাম নষ্ট ও পিটিআই’র বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করতেই এটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হতে পারে।
কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৯