স্পোর্টসে ডেস্ক : এভরিউক্সের একাডেমি থেকে যাত্রা শুরু। তারপর রেনের যুব দলে। সেখান থেকেই শুরু পেশাদার ফুটবলের। তবে নিজ দেশ ফ্রান্সে বেশিদিন থিতু হননি। রেনের মূল দলে এক বছর খেলেই পাড়ি জমান জার্মানিতে। সেখানে বুরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখান।পরের বছর বার্সেলোনায় যোগ দেন উসমান দেম্বেলে। সেই থেকেই স্পেনেই থিতু হয়েছিলেন তিনি। দীর্ঘ ৬ মৌসুম ক্যাম্প ন্যুতে কাটিয়ে ঘরের ছেল এবার ঘরে ফিরে যাচ্ছেন।
দীর্ঘ ৭ বছর পর আবারও ফিরে গেলেন দেম্বেলে। এবার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মাঠ মাতাবেন পিএসজিতে। যা শুনে ভীষণ উচ্ছসিত ফরাসি অধিনায়ক। স্বাগত জানিয়েছেন জাতীয় দলের সতীর্থকে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেম্বেলেকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ওলেলকাম হোম ব্রাদার। তোমাকে এখানে (পিএসজিতে) পেয়ে আমি খুব খুশি। অ্যাডভেঞ্চার শুরু হবে এবার!’
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৪