মোঃ আশিকুর ইসলামবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়নের মানিক পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেত থেকে শুক্রবার গনেশ চন্দ্র ভট্রাচার্য্য (২৪) নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। গনেশ চন্দ্র উত্তর মানিকপুর গ্রামের দীনেশ চন্দ্র ভট্রাচার্য্যরে ২য় পুত্র।
সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর রাসেল, সিআইডি এক্সপার্ট ক্রাইমসিন ঠাকুরগাঁও এর এস.আই যথাক্রমে মোঃ নুরুস সাফা মিল্লাত, মোঃ মাইদুল ইসলাম ও বোচাগঞ্জ থানার এস.আই মহেন্দ্র নাথ শর্মা। বিকাল ৩টায় সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তৃতি চলছে। দীনেশ চন্দ্র ভট্রাচার্য্যরে ধারনা তার ছেলেকে সুদের টাকার জন্য হত্যা করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৪