ডেস্ক নিউজ : আজ শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ২৭ শ্রাবণ ১৪৩০, ২৩ মহরম ১৪৪৫। ১১ আগস্টকে জাতীয় ছেলে-মেয়ে দিবস হিসেবে পালন করে মার্কিনিরা। জাপানিরা অবশ্য এ দিনকে পাহাড় দিবস হিসেবে পালন করে।
ঢাকার দুই অংশে আজ শুক্রবার বেলা দুইটায় গণমিছিল করবে বিএনপি। এর মধ্যে একটি গণমিছিল উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হবে। আরেকটি গণমিছিল বের হবে মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে। সেটি মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।
বন্ধ থাকবে যেসব মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
জন্ম: ১৯৮৩ সালের এই দিনে জন্ম নেন অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওর্থ। তিনি তাঁর আসল নাম থেকে মার্ভেল কমিক্স সিনেমা থর নামে বেশি পরিচিত। কিছুদিন আগে তাঁর অভিনীত সিনেমা এক্সট্রাকশন প্রকাশ পায়, যেখানে বাংলাদেশের দৃশ্য থাকায় ছবিটি অনেক আলোচিত হয়।
মৃত্যু: দিনটা ছিল ১৯০৮ সালের ১১ ই আগস্ট। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করে নেন কিশোর বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসু। প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্তহত্যা করার জন্যে বোমা ছুঁড়েছিলেন ক্ষুদিরাম। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, ফলে বেঁচে যান তিনি। এ ঘটনার জন্য ক্ষুদিরামের ফাঁসির আদেশ দেওয়া হয়।
স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা
রাজধানীর বসুন্ধরা শপিংমল সিনেপ্লেক্সে চলছে দশটি সিনেমা। মিশন ইম্পসিবল – ডেড রকেনিং পার্ট ওয়ান, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, বারবি, ওপেনহেইমার, পাশাপাশি চলছে চারটি বাংলাদেশি সিনেমা। এগুলো হলো- শাকিব খান অভিনীত প্রিয়তমা, আরফান নিশো অভিনীত সুড়ঙ্গ, মাহফুজ-বুবলি অভিনীত প্রহেলিকা, গোহিং হোম এবং মাইক।
স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার
বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুড়ঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার
ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার
বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স বিজয় স্মরনী
এখানে চলছে শুধু ইনসাইডাস দ্যা ডার্ক রেলম ও মিশন ইম্পসিবল – ডেড রকেনিং পার্ট ওয়ান সিনেমা।
স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম)
ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স (রাজশাহী)
টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, এবং সুরঙ্গ।
ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক)
ব্লকবাস্টার সিনেমা হলে চলছে- ইনসাইডাস দ্যা রেড ডোর, বারবি, ওপেনহেইমার, মিশন ইমপসিবল ডেড রেকনিং, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রহেলিকা, সুড়ঙ্গ ও প্রিয়তমা।
মেয়েদের বিশ্বকাপ ফুটবল
স্পেন–নেদারল্যান্ডস
সকাল ৭টা, গাজী টিভি ও টি স্পোর্টস
জাপান–সুইডেন
বেলা ১–৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
বার্নলি–ম্যানচেস্টার সিটি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
স্প্যানিশ লা লিগা
আলমেরিয়া–রায়ো ভায়েকানো
রাত ১১–৩০ মিনিট, স্পোর্টস ১৮–১
সেভিয়া–ভ্যালেন্সিয়া
রাত ২টা, স্পোর্টস ১৮–১
ডুরান্ড কাপ
মোহামেডান–ভারতীয় নৌবাহিনী
বিকেল ৩–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ওড়িশা–রাজস্থান
সন্ধ্যা ৬–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
লঙ্কা প্রিমিয়ার লিগ
ডাম্বুলা অরা–গল টাইটান্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ৩
দ্য হানড্রেড
নর্দান সুপারচার্জারস–ওভাল ইনভিন্সিবলস
রাত ১১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল জাতকের গ্রহের জন্মকালীন অবস্থানের ফলাফল অনুযায়ী দেখা যায় যে জাতকের হতাশা কেটে যাবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর জাতকের বিংশোত্তরী প্রত্যন্তদর্শা থেকে জানা যায় যে, কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। সংসারের জটিলতা দূর হবে। দূরের যত্রা শুভ।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে নারী-পুরুষের সামনে বিভিন্ন প্রলোভনের হাতছানি রয়েছে। ভুলেও কোনো অর্থলাভের প্রলোভনে পড়বেন না। যে কোনো লগ্নিতে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর নারী-পুরুষ নির্বিশেষে জাতকের এ সপ্তাহের দন্ডাদিক্রমে পরিবারের কারও অকাল মৃত্যু হতে পারে। বিশ্বস্ত চিকিৎসক ছাড়া পরামর্শ গ্রহণ করবেন না।
মিথুন : ২১ মে-২০ জুন জাতকের এ সপ্তাহটা পরপোকারে কেটে যাবে। খুব সম্ভবত ঃ আপনার সাহায্যে এতিম কোনো সন্তান ঠিকানা পাবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই জাতকের এ সপ্তাহটা কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের শঠতায় আর্থিক সমস্যায় পড়বেন। একটু বিবেচনা করে বন্ধুদের সঙ্গে ব্যবসায়ে অর্থ লগ্নি করবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট জাতক পত্নীর কারণে কষ্ট পেতে পারেন। তবে বিনা কারণে স্ত্রী’কে ভুল বুঝবেন না। তাহলে পরবর্তী সময়ে কষ্ট পাবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতক নর-নারী নির্বিশেষে এ সপ্তাহে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। পঞ্চস্বর বিবরণে দেখা যায় যে, জাতক পুরনো কোনো ঋণ ফেরত পাবেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর জাতকের এ সপ্তাহটা বেশ হেসেখেলেই পার হবে। কর্মক্ষেত্রে নতুন কোনে বড় দায়িত্ব পাবেন। কোনো কোনো আত্মীয়ের অর্থিক সাহায্য পাবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি জাতক ও জাতিকার এ সপ্তাহটা ভুলের মাশুল দিতে হবে। একটু সচেতন হয়ে চলাফেরা করবেন। ভুলেও কোনো প্রলোভনের হাতছানিতে সাড়া দেবেন না।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি জাতক ও জাতিকা পাপাক্রান্ত পাপযুতে পাপবীক্ষিতের দৃষ্টির ফলে, কোনো দুর্ঘটনায় রক্তারক্তি হওয়ার সম্ভাবনা। তাই কোনো ঝামেলায় জড়াবেন না।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের এ সময়টা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যেকোনো কাজে অধৈর্য হলে পরে পস্তাবেন। তাই পরিবারের কোনো প্রবীণের পরামর্শ নিন।
ফজর- ৪:১৩ মিনিট
জুমা- ১২:০৭ মিনিট
আসর- ৪:৪০ মিনিট
মাগরিব- ৬:৩৮ মিনিট
ইশা- ৭:৫৫ মিনিট
আজ সূর্যাস্ত- ৬:৩২ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৫ মিনিট
১৯২২ সালের এই দিনে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা। ১৯৮৬ সালে এশিয়ার জনসংখ্যা পূর্ণ হয় ৩০০ কোটিতে।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১২