বন্যার্তদের সহযোগিতায় চবির চকরিয়া- পেকুয়া ছাত্র ফোরামের তহবিল গঠন
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
৮৩
Time View
নিজস্ব প্রতিবেদক : অতিবৃষ্টিতে পাহাড়ী ঢলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার চকরিয়া এবং পেকুয়া উপজেলার বাসিন্দাদের সহযোগিতার উদ্দেশ্যে একটি জরুরি তহবিল গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চকরিয়া -পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন “চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম”।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক এবং বর্তমান ছাত্র/ছাত্রীদের নিয়ে গঠিত এই সংগঠনটির বর্তমান নেতৃত্ব আজ ৯আগস্ট(২০২৩) দিবাগত রাতে সাবেক নেতৃবৃন্দের সাথে এক জরুরী অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট কে এম সাইফুল ইসলাম।
তিনি জানান, “সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহীদের নিয়ে গঠিত তহবিলে নিন্মোক্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক ডোনেশন প্রদানের অনুরোধ জানানো হয়েছে”।>01875563232(বিকাশ এজেন্ট) >01812140500(নগদ এজেন্ট)।সংগৃহীত ত্রাণ তহবিলের মাধ্যমে দুই উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবার ও ব্যক্তিদের সহযোগিতা করা হবে বলে জানানো হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। যেকোন জরুরী প্রয়োজনে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাদ জুয়েল এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।