এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রুপালী রানী দাস (৪৫) নামে এক নারীর পানিতে ডুবে মৃত্য হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপালী দাস কয়ারপাড়া গ্রামের কাত্তিক দাসের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, রুপালী রানী দাস ও তার স্বামী কাত্তিক দাস ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। এদিন সন্ধ্যায় বাড়ির পাশে মফেজ ধনীর পুকুরে গোসল করতে গিয়েছিলেন তিনি। প্রতিবেশী লোকজন দেখেন যে, রূপালী রানী দাস পানির উপর ভেসে রয়েছেন। স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বুধবার সন্ধ্যায় কয়ারপাড়ায় দাসপাড়ায় পুকুরে গোসল করতে নেমে রুপালী দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে আমি খবর পেয়েছি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০