ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (৭০)। সে ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে তার মৃত্যু হয়। ২১ দিন আগে তাকে ভিমরুল কামড়ায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।
তারা জানান, গত ১৯ জুলাই তারিখে আবদুল মজিদ বাড়ির কাছে নিজের কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় তাকে ভয়ানকভাবে ভিমরুল কামড়ায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান এমন কোনো খবর পাই নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করছি।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১৭