এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নববাগঞ্জে ০৪/০৮/ ২৩ ইং তারিখে ভোর ৫ টায় শ্রী আনন্দ চন্দ্র সরকার পিতা -মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার, গ্রাম- পাঁচগাছি, থানা -নবাবগঞ্জ জেলা দিনাজপুরের বাড়ি হইতে ২০০ গজ পূর্ব পাশে ফাঁকা মাঠের মধ্যে থেকে চুরি হয়।চুরি হওয়া মালামাল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৬ নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের মাঠের পশ্চিম কোনা হইতে চোরাইকৃত ০১ টি শ্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত ০১টি চার্জার ভ্যানসহ ০৪ জন চোর গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ আরিফুল ইসলাম(২৫), পিতা-মৃত হানিফ মিয়া, সাং-কুতুব, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ২. মোঃ সোহাগ মিয়া(২৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-দুধিয়াবাড়ী (বটপাড়া), ৩. মোঃ সাগর হোসেন(২০), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-অনন্তরামপুর, ৪. মোঃ মারফিজুল ইসলাম(১৯),পিতা-মোঃ আব্দুর রহিম বাদশা, সাং-হরনাথপুর, সর্ব থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
থানা সূত্রে জানা যায় ০৪/০৮/ ২৩ ইং তারিখে ভোর ৫ টায় শ্রী আনন্দ চন্দ্র সরকার পিতা -মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার, গ্রাম- পাঁচগাছি, থানা -নবাবগঞ্জ জেলা দিনাজপুরের বাড়ি হইতে ২০০ গজ পূর্ব পাশে ফাঁকা মাঠের মধ্যে থেকে চুরি হয়। উদ্ধারকৃত শ্যালো মেশিনটি সহ গ্রেপ্তারকৃত চোরদেরকে থানায় নিয়ে আসিলে শ্রী আনন্দ চন্দ্র সরকার বাদী হয়ে একটি চুরির এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা দিনাজপুর মামলাটি রুজু করেন।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১৬