বিনোদন ডেস্ক : নেলসন নির্মিত ‘ইজেলার’ সিনেমার গান এটি। সিনেমায় রজনীকান্তের সঙ্গে তামান্নার অভিনয়ের খবরে একটি বিষয়ে বেশ চর্চা হচ্ছে। আর তা হলো, এই দুই তারকার বয়সের পার্থক্য।
তবে নেতিবাচক চর্চার বিষয়টি আঁচ করতে পারলেও তা নিয়ে মোটেও ভাবতে চান না তামান্না। এ অভিনেত্রীর ইচ্ছা, ৬০ বছর বয়সে আবেদনময়ীরূপে আইটেম গানে নাচ করবেন তিনি।
তামান্না বলেন, ‘যদি আমাকে বয়স নিয়ে কথা বলতে হয়, তাহলে টম ক্রুজের কথা বলব, তিনি ৬০ বছর বয়সেও যেসব স্ট্যান্ট করছেন। আমি তো ওই বয়সে গিয়েও এরকম মসলাদার গানে নাচতে চাই।’
এদিকে ‘কাভালা’ গানটি প্রকাশ্যে আসার পরই এর ভিউ ছাড়িয়েছে ৯৮ মিলিয়ন। নিজের কথা ও কম্পোজিশনে গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, দ্বৈত কণ্ঠে শিল্পা রাও। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এ ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১২