বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। প্রথম কিস্তির ‘উঁ আন্তাভা’ আইটেম গানটিতে সামান্থা রুথ প্রভুর লাস্যময়ী নাচে বুঁদ হয়ে ছিল সকলে। দ্বিতীয় কিস্তিতে আইটেম গানে কে থাকছেন সেটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এরইমধ্যে। এবার শোনা যাচ্ছে ‘পুষ্পা–২’ ছবির আইটেম গানে শিহরণ জাগাবে দক্ষিণের উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘পুষ্পা–২’ ছবির মাধ্যমে এক নতুন নায়িকাকে এনে চমক দিতে চাইছেন পরিচালক সুকুমার। ছবির আইটেম নম্বরে কোনো পরিচিত মুখের বদলে নতুন মুখ আনতে বেশি আগ্রহী পরিচালক। আর সে দৌড়ে এফিয়ে আছেন শ্রীলীলা। সবকিছু ঠিকঠাক চললে শ্রীলীলাকে নিয়ে এই আইটেম গানের শুটিং খুব শিগগিরই সেরে ফেলবেন পরিচালক।
নির্মাতাদের অনুমান, এই আইটেম গানে সামান্থাকে ছাপিয়ে যাবেন শ্রীলালা।
প্রায় ৫০০ কোটি বাজেটে নির্মাণ হতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি। এই ছবিতে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়া জগপতি বাবু ও প্রকাশ রাজ মূল ভূমিকায় আছেন।

বেঙ্গালুরুর এক খ্যাতনামা শিল্পপতির মেয়ে শ্রীলীলার জন্ম মার্কিন মুলুকে। তার মা পেশায় স্ত্রীরোগবিশেষজ্ঞ। চার বছর আগে কন্নড় ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই উদীয়মান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তিনি।
অভিনেতা পবন কল্যাণের ‘ওস্তাদ ভগত সিং’, মহেশ বাবুর ‘গুন্টুর কারম’ ও বিজয় দেবরাকোন্ডার নাম ঠিক না হওয়া ছবির জন্য ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন শ্রীলীলা। জানা গেছে, এখন তার পারিশ্রমিক ছবিপিছু দুই কোটি রুপি।

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৩