এমন দাঁড়ানো ভালুকের দেখা মিলেছে চীনের উত্তরাঞ্চলের হাংচৌর একটি চিড়িয়াখানায়। ভালুকটির দাঁড়িয়ে থাকার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতেই বাধে বিপত্তি। সাধারণ মানুষের অভিযোগ, এটি আসল ভালুক নয়, কোনো মানুষকে ভালুকের পোশাক পরিয়ে চিড়িয়াখানায় রাখা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, খাঁচার খুব কাছে এসে সূর্য ভালুক সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং চিড়িয়াখানার দর্শনার্থীদের দিকে তাকিয়ে আছে।
তবে ভালুকের পোশাকে মানুষ এটা মানতে নারাজ হাংচৌ চিড়িয়াখানায় কর্তৃপক্ষ। তারা বার বার দাবি করছেন, ভাইরাল ভালুকটি ‘ছদ্মবেশী কোনো মানুষ নয়’ এটি সত্যিকারের ভালুকই। তারা বলছে, ভাল্লুক যে দুই পায়ে দাঁড়াতে পারে তা দর্শনার্থীরা বুঝতে চায় না।
অ্যাঞ্জেলা নামক সূর্য ভালুকটির দৃষ্টিকোণ থেকে একটি বিবৃতি দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে বলা হয়, আমি অ্যাঞ্জেলা, সূর্য ভালুক। আমাকে গতকাল চিড়িয়াখানার প্রধান জিজ্ঞাসা করেছে যে আমি অলস হয়েছি এবং কাজ এড়িয়ে যাচ্ছি। আমার জায়গা নেওয়ার জন্য একজন মানুষকে খুঁজে পেয়েছি।”
আরও বলা হয়, “আমি আবারও বলতে চাই যে আমি একটি সূর্য ভালুক। কালো ভালুক নয় বা কুকুর নয়।“
হাংচৌ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সূর্য ভালুক পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এবং ছোট ভালুক। এই ভালুক পায়ের ওপর ভর করে প্রায় ৪ ফুট লম্বা হয়ে দাঁড়াতে পারে। মানুষ দেখে নেতাদের মত হাত ও নাড়ে তারা।
তবে হাংচৌ চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এ ভালুক আসল হলেও চীনের চিড়িয়াখানায় মানুষকে অন্যান্য প্রাণীর কস্টিউম পরিয়ে পেশ করার অদ্ভুত ইতিহাস রয়েছে।