স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ক্রিকেট বিষয়ক একটি সংবাদমাধ্যম বিভিন্ন বিষয়ে নিয়ে রহমানউল্লাহ গুরবাজের একটি সাক্ষাৎকার নিয়েছে। যেখানে নিজের পছন্দের তারকা কিংবা আদর্শের ক্রিকেটার সম্পর্কে কথা বলেছেন আফগানিস্তানের এই ক্রিকেটার।
রহমানউল্লাহ গুরবাজ বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি আমার প্রেরণা ও আদর্শ। তাকে আমি গুরু হিসেবে শ্রদ্ধা করি। আমার সবচেয়ে পছন্দের ব্যক্তিও তিনি। আমি তাকে সবসময় অনুসরণ করার চেষ্টা করি। এখন পর্যন্ত তার কাছ থেকে পাওয়া সবকিছু আগলে রেখেছি। সেগুলো আমাকে ক্রিকেট খেলার অনুপ্রেরণা দেয়।’
গুরবাজ আরও বলেন, ‘আইপিএলে খেলার সুবাদে ধোনির সঙ্গে আমার সক্ষাৎ হয়েছে। সে সময়ে তার জীবনযাপন নিয়ে কথা বলেছি। কোথায় কী করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে কথা হয়েছে। কিছু বিষয় খাতার লিখে নিয়েছি। আমার মনে হয়, সেগুলো আমাকে সহায়তা করবে।’
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৪