ডেস্ক নিউজ : চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১৩ দিন অবস্থান ধর্মঘট ও দুই দিন আমরণ অনশন কর্মসূচি পালন শেষে বেতন বৃদ্ধির মৌখিক আশ্বাসে অনশন স্থগিত করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীরা। তবে তাদের দাবি না মানলে আবারও অনশনে বসবেন বলে জানিয়েছেন তারা।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় প্রশাসনের সাথে বৈঠক শেষে অনশন স্থগিতের এ ঘোষণা দেন তারা।
দ্বিতীয় দাবির প্রেক্ষিতে পরবর্তীতে নিয়োগ বোর্ডে শতভাগ নিয়োগ দেয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। তবে যখন নিয়োগ দেয়া হবে তখন আমাদের প্রতিনিধিদেরকে গিয়ে স্মরণ করিয়ে দেয়ার কথা বলছেন বলে জানান তিনি।
কর্মচারীদের মধ্যে ৭ জন প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন, বঙ্গমাতা হলের মালি সুধীর সরকার, রফিক জব্বার হলের হল অ্যাটেনডেন্ট শাহীন, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ক্লিনার সোহেল খান, সুফিয়া কামাল হলের গার্ড শামসুল আলম, শেখ হাসিনা হলের মালী আবু হানিফ, জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সোহেল মিয়া।
কর্মচারীরা জানান, প্রশাসনের মৌখিক আশ্বাসে আমাদের অনশন স্থগিত করেছি। দাবি না মানলে আবারও অনশনে বসবো।
এর আগে, গত ১৭ জুলাই থেকে ১৩ দিন চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও গত রোববার (৩০ জুলাই) থেকে আমরণ অনশনে বসেছিলেন কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি পালন করছিলেন তারা।
কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:২৯