আন্তর্জাতিক ডেস্ক : দোকানিকে বোকা বানিয়ে চার কেজি টমেটো নিয়ে পালালেন যুবক। শুধু তা-ই নয়, টমেটো চুরির জন্য অভিনব কৌশলও অবলম্বন করেছিলেন তিনি। এজন্য আলাদা করে ভাড়াও করেছিলেন দুই কিশোরকে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের ওড়িশায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ওড়িশার কটকের ছত্র বাজার এলাকায় এক দোকানে টমেটো কিনতে ঢুকেছিলেন অভিযুক্ত। সঙ্গে দুই কিশোরকেও নিয়ে যান তিনি। প্রথমে চার কেজি টমেটো দোকান থেকে কিনে নেন যুবক। দাম দেওয়ার আগে জানান, তিনি আরও ১০ কেজি টমেটো কিনতে চান।
দুই কিশোরকে দোকানের সামনে বসিয়ে এক আত্মীয়কে ওই চার কেজি টমেটো দেবেন বলে চলে যান যুবক। যাওয়ার আগে দোকানিকে আশ্বস্ত করে যান, কিছুক্ষণের মধ্যেই তিনি ফিরে আসবেন। কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলে দোকানির সন্দেহ হয়। দুই কিশোরের কাছে জানতে চান ওই যুবকের বিষয়ে।
কিশোররা জানায়, তারাও যুবককে চেনে না। অন্য একটি কাজের নাম করে তাদের দোকানে আনা হয়েছিল। পরিবর্তে ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন যুবক। কিন্তু কিছুই তারা পায়নি। এরপরেই দোকানি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। কৌশলে তার কাছ থেকে বিনামূল্যে চার কেজি টমেটো হাতিয়ে নেওয়া হয়েছে।
ভারতের অন্যান্য প্রান্তের মতো ওড়িশায়ও টমেটো মূল্যবান হয়ে উঠেছে। রাজ্যের বেশিরভাগ বাজারেই টমেটোর দাম ২০০ রুপি ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভাবে টমেটোর দাম বেড়েই চলছে।
ছত্র বাজারে টমেটো বিক্রি হচ্ছে ২৪০ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১৬ টাকা। সেই হিসাবে চার কেজি টমেটো হারিয়ে ওই দোকানির ১২৬৫ টাকা ক্ষতি হয়েছে।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৩৪