ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটিকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বসিরহাটের ২ নম্বর ওয়ার্ডের গোলবাগানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা বোমাগুলো রেখেছিল, তা এখনও জানা যায়নি।
আহত শিশুটির নাম ইউসুফ মণ্ডল। আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাগানে খেলছিল সে। হঠাৎ বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে শুরু করে ইউসুফ। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় বোমাটি। এতে ইউসুফের ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রতিবেশীরা। তারা ইউসুফকে উদ্ধার করে প্রথমে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।