আন্তর্জাতিক ডেস্ক : বিজনেস টু’ডেসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টমেটো বিক্রি করে মাত্র দেড় মাস অর্থাৎ ৪৫ দিনে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তোরের ওই কৃষক আয় করেছেন ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি)।
প্রতিবেদনে বলা হয়, চন্দ্রমৌলি নামের ওই কৃষকের ২২ একর চাষের জমি রয়েছে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরল জাতের টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান। জুন মাসের শেষে খেতের টমেটোগুলো তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ‘ম্যাজিক’।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:৪০