আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার ছয়টি দেশকে বিনামূল্যে শস্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সেন্ট পিটার্সবার্গে দুই দিনের শীর্ষ সম্মেলনে আফ্রিকার নেতাদের তিনি এ প্রস্তাব দেন।
শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনীয় শস্যের বিকল্প ব্যবস্থা করতে পারে রাশিয়া। আগামী মাসগুলোতে আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়ায় ২৫ থেকে ৫০ হাজার টন শস্য বিনামূল্যে সরবরাহ করতে সক্ষম হব।
সম্প্রতি ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এর ফলশ্রুতিতে বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের শীর্ষ সম্মেলনে পুতিন আফ্রিকায় তার সমর্থন যাচাই করছেন। গত বছর ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও এই দেশগুলোর নেতারা পুতিনের প্রতি সমর্থন বজায় রেখেছেন।
চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ ১৭ জন নেতার যোগ দেওয়ার কথা। তবে ক্রেমলিনের অভিযোগ, পশ্চিমা দেশগুলো আফ্রিকান রাষ্ট্রগুলোকে এই সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৫৭