বিনোদন ডেস্ক : স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখের সংসার বলিউড অভিনেত্রী সানি লিওনির। তবে একসময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্ক ছিল তার। ব্রেকআপের পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়ই ঠাট্টা করে থাকেন রাসেল। বিষয়গুলো চোখ এড়ায়নি অভিনেত্রীর।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না এখনও সে এগুলো করে কিনা। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছা বলতে পারে, আমার সমস্যা নেই। যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে।
সানি জানান, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। তিনি বলেন, ওই সম্পর্কে জড়ানো আমার বড় ভুল ছিল।
ব্রেকআপের পরেও রাসেলকে নিয়ে কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি আরও বলেন, আমি খুশি হব ওর সঙ্গে আবার দেখা হলে।
প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করেন সানি। সেই সম্পর্কও ভেঙে গেলে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। পরিচয়ের বছরখানেকের মধ্যেই বিয়ে করেন তারা। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে মুম্বাইয়ে বসবাস করছেন সানি।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৩১