ডেস্ক নিউজ : পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করতে পড়াশোনা বাদ দেন শামীম মৃধা। জীবন যুদ্ধের সংগ্রামে পরিবারে ছোট ছোট ভাইবোনদের পড়াশোনা করাতে গিয়ে নিজের পড়াশোনা আড়ালে পড়ে যায়। পরে ব্যবসা ও পরিবার নিয়ে চরম ব্যস্ত হয়ে পড়েন শামীম। এরপরে ইউপি সদস্য হিসাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি।
এবার প্রায় ১৫ বছর পরে গাজীপুরের শ্রীপুরে নানা ব্যস্ততা জল্পনা কল্পনাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছেন ইউপি সদস্য শামীম মৃধা।
তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের সদস্য। এ গ্রামেই তার বাড়ি। তিনি এ বছর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) অধীনে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৪৩ পেয়েছেন। তার এমন সাফল্যে এলাকায় আনন্দ বিরাজ করছে। আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি এ রেজাল্ট করেন।
স্বজনরা জানান, তারা সাত ভাইবোন। সে সবার বড়। তার ছোট এক ভাই ডাক্তারি পড়া শেষ করে ইন্টার্নি করছে। অপর দুই ছোট ভাইয়ের মধ্যে একজন আইন নিয়ে পড়ছেন অপরজন কম্পিউটার সাইন্সে পড়ালেখা করছেন।
স্বজনরা আরও জানান, শামীম মৃধা কওমী মাদ্রাসা থেকে কুরআনে হাফেজ হয়েছেন। পরে দাখিল পাস করতে মাদ্রাসায় ৭ম শ্রেণিতে ভর্তি হন। এক বছরের মাথায় ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় মন দেন। পরবর্তীতে গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।
শামীম মৃধা জানান, পড়াশোনায় ১৪ বছর বিরতির পর আবার পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম। এরই মধ্যে জনপ্রতিনিধি হয়েছি মানুষের ভালোবাসা নিয়ে। এবার সব ঝামেলার মাঝেই পরীক্ষা দিয়েছি।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় পাস করায় পরিবারের সবাই দারুণ খুশি। গ্রামের মানুষও আনন্দে ভাসছে। আশা করি আরও সামনে এগিয়ে যাব সবার ভালোবাসা নিয়ে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, এটা খুবই আনন্দের খবর। একজন জনপ্রতিনিধির এই চেষ্টা লেখাপড়াতে আগ্রহী করবে। তিনি প্রমাণ করেছেন লেখাপড়াতে বয়স কোনো বাধা হতে পারে না। তার চেষ্টা আর সফলতাকে সাধুবাদ জানাই।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, তার এমন অদম্য ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাই। তার প্রচেষ্টা আমাদের সবার অনুকরণীয় হয়ে থাকবে। সে আমাদের গর্বিত করেছে। পড়াশোনাতে বয়স কোনো বাধা হতে পারে না শামীম তা প্রমাণ করেছে। তার সাফল্য কামনা করছি।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ৮:০৯