মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার হেক্স/ইপার এর সহযোগিতায় এবং ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ভূমি অফিসের কর্মকর্তা ও মূল স্রোতধারার নেতৃবৃন্দের সাথে আদিবাসী ও দলিতদের ভূমি বিষয়ক সংবেদনশীল সভা করা হয়েছে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা ভুমি অফিস সভাকক্ষে সহকারী কমিশনার ও এক্যিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এর সভাপতিত্বে এ সভায় উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুলালাহ আল মামুন, ভূমি সহকারী কর্মকর্তা যথাক্রমে মোঃ জিহাদ হোসেন, মোতালেব হোসেন, মোজাফর হোসেন, প্রকল্পের ইয়ুথ এন্ড টিভেট ডেভলপমেন্ট অফিসার মোঃ শাহীন, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর মোস্তাকুর রহমান, উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্ণা বেগম ও প্রকল্পের সুবিধা ভোগি পিওসি সতিশ ঋষি, সুমন ঋষি, বিরেস হেম্্রম ও আদিবাসী নেতৃবৃন্দ তাদের ভুমি বিষয়ক ইসু তুলে ধরে বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৪