ডেস্ক নিউজ : নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল। ইতোমধ্যে পুরো সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তবে শুক্রবার সকাল থেকেই সমাবেশ স্থলে মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে।
তাদের দাবি, বিএনপির সমাবেশ থাকলেই সেখানে ইন্টারনেট এবং মোবাইলের নেটওয়ার্ক থাকে না। অন্য সময় নেটওয়ার্ক থাকে। বিএনপির সমাবেশের প্রচার ঠেকাতে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। তবে কোনো কিছু বন্ধ করে বিএনপিকে দমানো যাবে না বলে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫৫