আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা তার বিরুদ্ধে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) এই নতুন অভিযোগগুলো আনে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তে বাধা এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিরক্ষা তথ্য দখল করে রাখাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এই নতুন মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০ এ।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩৫