বিনোদন ডেস্ক : নিজের অভিনয়ের দক্ষতায় টালিউডে শক্ত জায়গা করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার নতুন একটি সফর শুরু করতে চলেছেন তিনি। এবার প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি নিজের। যদিও ইতোমধ্যে তার প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে। আবার প্রলয় সিরিজের হাত ধরে তিনি প্রযোজনায় পা রাখেন। কিন্তু সেটা তো রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা হিসেবেই। তাই এবার নিজের নতুন কিছু করার পরিকল্পনা রাজপত্নীর।
শুভশ্রী তার এই নতুন সফরের বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমার শাশুড়ি মা এবং রাজ দুজনেই বরাবর চেয়েছেন যাতে আমি অভিনয়ের পাশাপাশি নিজে একটা কিছু করি। নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলি। আর সেটা অবশ্যই কোনো অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। ওরা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি।
শুভশ্রী জানিয়েছেন, তিনি তার এই প্রযোজনা সংস্থায় মূলত নতুনদের সুযোগ দিতে চান। অন্য ধারার কাজ করতেই তিনি বেশি আগ্রহী বলেও ব্যাখ্যা করেন। অভিনেত্রীর কথায়, প্রচুর গল্প শুনছি, অনেক নতুন লেখক পরিচালকরা আসছেন। আমি চেষ্টা করব নতুন ধরনের করতে।
প্রসঙ্গত শুভশ্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। নিজেই কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানান ইউভান দাদা হতে চলেছে। পরে তিনি এবং রাজ দুজনেই আরও জানান যে এটা তাদের প্ল্যান্ড বেবি। সন্তানসম্ভবা হওয়ার কারণে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গা নিয়েছেন জয়া আহসান।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৮