কিলিয়ান এমবাপ্পেকে এক বছরের জন্য বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি ৩০ কোটি ইউরোতে দলে নেয়ার প্রস্তাব করেছে সৌদি ক্লাব আল হিলাল। বিশ্বকাপের সেরা গোলদাতাকে তারা ৭০ কোটি টাকা বেতন দিতে চায়। আল হিলালকে পিএসজি জানিয়ে দিয়েছে, এমবাপ্পের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে। তবে সংবাদ মাধ্যমে খবর, আল হিলাল ও এমবাপ্পের মাঝে এ নিয়ে আলোচনা শুরু হয়নি এখনও।
এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দৌড়ানোর একটি অ্যানিমেশন পোস্ট করেছেন লেব্রন জেমস। লিখেছেন, ‘রিচ পল (এজেন্ট) ও মাভেরিক কার্টারকে (বাণিজ্যিক অংশীদার) ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে সৌদি যাব।’
বিশ্বখ্যাত সাময়িকী ফোবর্সের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় তিনে আছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস।
আরেক বাক্সেটবল তারাকা জিয়ান্নিস আন্তেতোকুন্মপো বলেছেন, ‘আল হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতো।’ আন্তেতোকুন্মপোও প্রচুর অর্থ উপার্জন করেন। আগামী মৌসুমে ৪ কোটি ৪৫ লাখ ডলার তার আয় হবে বল ধারণা করা হচ্ছে।
এমবাপ্পে আবার আন্তেতোকুন্মপোন টুইট পোস্ট রিটুইট কেরেছেন। মজা যে পেয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন অনেকগুলো খুশির ইমোজি দিয়ে।