ডেস্ক নিউজ : ঘাড়ের সমস্যা নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) ভর্তি হওয়া শিশু রায়হানের (৬) তলপেটে অপারেশনের অভিযোগ উঠেছে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগে শনিবার এ ঘটনা ঘটে। সোমবার সকালে ওই শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে শিশুটি ট্রমায় আক্রান্ত বলে জানিয়েছেন স্বজনরা। রায়হান নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের দিনমজুর শাহজালালের ছেলে। জন্ম থেকেই সে ঘাড়বাঁকা রোগে আক্রান্ত।
রায়হানের মা সুমি আক্তার জানান, ঘাড়ের সমস্যা নিয়ে বহির্বিভাগে ডাক্তার দেখালে পরামর্শ অনুযায়ী ১৬ জুলাই রায়হানকে হাসপাতালে ভর্তি করি। রিপোর্ট দেখে ডা. তৌহিদুল ইসলাম জানান ঘাড়ের একপাশের মাংস বেড়েছে, তাই অপারেশন করাতে হবে। শনিবার অপারেশন থিয়েটার থেকে বের করলে দেখতে পাই, তার ঘাড়ের পরিবর্তে ডানপাশের তলপেটে অপারেশন করা হয়েছে। কারণ জানতে চাইলে চিকিৎসকরা জানান, রায়হানের হার্নিয়া অপারেশন করা হয়েছে।
রায়হানের বাবা শাহজালাল বলেন, আমার ছেলের হার্নিয়ায় কোনো সমস্যা নেই। বিষয়টি চিকিৎসকদের জানাই। তারপর তারা বলেন, ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসার কারণ জানতে চাওয়ায় হাসপাতাল থেকে তার নাম কেটে দিয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাড়বাঁকা রোগের সঙ্গে তার হার্নিয়া রোগও ধরা পড়েছে। দুটি অপারেশন একসঙ্গে করা যায় না। এজন্য চিকিৎসক হার্নিয়া অপারেশন করেছেন। ঘাড়বাঁকা অপারেশন পরে করা হবে।
ঘাড়বাঁকার অপারেশন করতে গিয়ে হার্নিয়ার অপারেশন করা বৈধ কিনা জানতে চাইলে ডা. মনিরুজ্জামান বলেন, রোগী ও চিকিৎসকের মধ্যে কাউন্সেলিংয়ের গ্যাপ ছিল। তাই এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ডা. ইসতিয়াক হোসেন বলেন, ঘাড়বাঁকা রোগের অপারেশনের কথা বলে শরীরের অন্য কোথাও অস্ত্রোপচার বেআইনি।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৬