জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে। সোমবার (২৪জুলাই ২০২২ইং) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি গ্রহন করেছেন উপজেলা মৎস্য অফিস।
সপ্তাহের দ্বিতীয় দিন ২৫ জুলাই সকাল সাড়ে নয় টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও উপজেলার স্থানীয় পর্যায়ে সফল ৩জন মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ এবং মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, সুবিধামতে মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং ৩০জুলাই রবিবার মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তের সহকারি মৎস্য কর্মকর্তা কৃর্তি বিজয় চাকমা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সদস্য মো.আরিফুল ইসলাম, সাংবাদিক ছোটন চৌধুরী প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৫