আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২১ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিগত এক বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবার রাশিয়ায় সুদহার বাড়ানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সশস্ত্র বাহিনী পাঠানোর পর জরুরি ভিত্তিতে সুদহার ২০ শতাংশ বাড়ানো হয়। পরে কয়েক দফায় সুদহার কমানোর পর গত সেপ্টেম্বরে এ হার ৭ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনা হয়।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে শত শত কোটি টাকা ব্যয়ের প্রভাব এবং রাশিয়ান রুবলের মান কমে যাওয়ার আশঙ্কায় শুক্রবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মস্কো এই কঠোর পদক্ষেপ নিয়েছে। মূলত মূল্যস্ফীতি হার স্থিতিশীল করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। কারণ, দেশটির মুদ্রা রুবলের অবমূল্যায়ন উল্লেখযোগ্যভাবে মূল্যস্ফীতিজনিত ঝুঁকি বাড়িয়েছে।
তা ছাড়া চলতি বছর দেশটির মূল্যস্ফীতির হার ৫ শতাংশ থেকে ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের মূল্যস্ফীতির হারের তুলনায় কম হলেও এটি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক মূল্যস্ফীতির হার ৪ শতাংশ রাখার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এদিকে পরবর্তী সভায় এই সুদহার আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত রয়টার্সের বিশ্লেষকদের অবাকই করেছে। কারণ, তারা ধারণা করছিলেন যে সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়বে। কাজেই হঠাৎ এক লাফে ১০০ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর বিষয়ে অনেক বিশ্লেষকই ভাবেননি।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫০