স্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের পথে হাঁটলেন রিয়াদ মাহরেজ, নাম লেখালেন সৌদি আরবের ফুটবলে। ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দিলেন আলজেরিয়া জাতীয় দলের এই উইঙ্গার। ক’দিন ধরেই মাহরেজের সৌদি ফুটবলে পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল। সেটিই সত্যি প্রমাণ হলো এবার।
অবশ্য আল আহলি এখনও মাহরেজের সঙ্গে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সৌদি সরকার পরিচালিত টিভি চ্যানেল আল এখবারিয়া শুক্রবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। পাঁচ বছর সিটির হয়ে মাঠ মাতিয়েছেন মাহরেজ। এই সময়ে ৪টি প্রিমিয়ার লিগের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন একবার।
মাহরেজ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন লেস্টার সিটির হয়েও। সেখানে নজর কাড়া পারফরম্যান্সের পর ২০১৮ সালে সিটিতে যোগ দিয়েছিলেন ৩২ বছর বয়সী তারকা। গত বছর দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু সেই মেয়াদের আগেই ইতিহাদ স্টেডিয়ামের দলটির সঙ্গে পথচলা থমকে গেল তার। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ২৩৬ ম্যাচে ৭৮ গোল করেছেন মাহরেজ, অ্যাসিস্ট ৫৯টি।
গত বছরের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গ্রীষ্মে এরই মধ্যে করিম বেনজেমা, মার্সেলো ব্রোজোভিচ, এনগোলো কন্তে, রবের্তো ফিরমিনোর মতো তারকা সৌদি লিগে ঠিকানা খুঁজে নিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হলো মাহরেজের নাম।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৮