স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান ভাগ্য পরীক্ষায় জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আগে ব্যাট করবে ভারত।
একই দিন অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। পি সারা ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে লঙ্কানদের ৩২৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ একাদশ
মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলি (উইকেটরক্ষক), মেহেদি হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিব।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০