মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আশুলিয়া থানা যুবলীগের উদ্যেগে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়া এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকারের নেতৃত্বে শিল্পাঞ্চল আশুলিয়ার সরকার মার্কেট এলাকা থেকে হাজারো যুবলীগ নেতাকর্মীর একটি উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জামগড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সকল যুবলীগ নেতাকর্মী সমাবেত হয়।
এসময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তার দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা ভেবেছে নৈরাজ্য করে পার পেয়ে যাবে। অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। এতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দায়ী থাকবে বিএনপি-জামায়াত। বিএনপি জামায়াত পদযাত্রার নামে দেশে জ্বালাও পোড়াও মানুষ হত্যার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে ।
এসময় যুবলীগননেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে শেখ হাসিনার সরকার বারবার দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিল ও স্লোগানে মুখরিত করে সমগ্র এলাকা । ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার চিত্র দেশ-বিদেশ সকল জায়গায় তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি । এই কর্মসূচিতে আশুলিয়া থানা যুবলীগ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/দুপুর ২:১৮