আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শস্যচুক্তি নবায়ন না করে রাশিয়া সরাসরি বাতিল করেছে। মস্কোর এ সিদ্ধান্তকে ‘ব্ল্যাকমেইল’হিসেবে মন্তব্য করেছেন তিনি। সোমবার এক টুইট বার্তা এ মন্তব্য করেন জেলেনস্কি।
টুইটবার্তায় জেলেনস্কি বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। রাশিয়া যদি শস্যচুক্তি নবায়ন না করেও ইউক্রেনের সমুদ্রবন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত। কারণ ইউক্রেনের রপ্তানি করা শস্য ৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দেয়। সুতরাং বিকল্প রাস্তা তৈরি করে এ রপ্তানি অব্যাহত রাখতে হবে। এর আগে মস্কোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ‘কৃষ্ণসাগর শস্যচুক্তি’ সই করে। নভেম্বরে চুক্তিটি ১২০ দিনের জন্য নবায়ন করা হয়েছিল। মার্চে রাশিয়া ১২০ দিনের পরিবর্তে ৬০ দিনের জন্য শস্য রপ্তানি চুক্তিটি নবায়নের সুপারিশ করে। সেই চুক্তির সময়সীমা সোমবার শেষ হয়।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৫