স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : জলবায়ুর পরিবর্তনের প্রভাবে যশোরের মনিরামপুরে ভবদহ এলাকার কুলটিয়া ও হরিদাসকাটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বিপদাপন্ন একহাজার দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। আর এ মহৎ উদ্যোগটি গ্রহন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থাটি। ইসলামিক রিলিফ আমেরিকা(ইউএসএ)র অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে আইসিআরএ নামে তিন বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহন করা হয়েছে।
আর এ জন্য গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় সংস্থাটির উদ্যোগে প্রকল্প অবহিতকরন সভার। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। সভায় আইসিআরএ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যে ও কার্যক্রম উপস্থাপন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের যশোর জেলা প্রকল্প ব্যবস্থাপক মনির হোসেন।
সহকারি প্রকল্প অফিসার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা,তন্ময় বিশ্বাস, কৃষি অফিসার ঋতুরাজ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মকর্তা,সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক মনির হোসেন জানান, কুলটিয়া ও হরিদাসকাটি ইউনিয়নে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ বিপদাপন্ন দরিদ্র ও অতি-দরিদ্র একহাজার পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার গঠন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তারা কার্যক্রম শুরু করেছেন। আর প্রতি পরিবারকে দেওয়া হবে মোবাইল ব্যাংককিং রকেটের মাধ্যমে অফেরতযোগ্য ১৮ হাজার টাকা।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১০:৫৪