মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

সাড়ে ১৩ বছর পর আজ বেনাপোল পৌর নির্বাচন

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর) : দীর্ঘ সাড়ে ১৩ বছর পর আজ যশোরের বেনাপোল পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বেনাপোল পৌর নির্বাচনে কে হবেন পরবর্তী পৌর মেয়র। নৌকা প্রতিকের নাসির নাকি মোবাইল প্রতিকের সজন। কে হাসবেন শেষ হাসি । সেই অপেক্ষার পালা শেষ হবে আজকের নির্বাচনি পরবর্তী ফলাফল পাওয়ার পর। রবিবার সকালেই শার্শা থেকে নির্বাচনি সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌরছ গেছে। ইভিএমে হবে নির্বাচন।

সকাল ৮ টা থেকে শুরু হবে শেষ হবে বিকাল ৪ টায়। বেনাপোল পৌর নির্বাচনে মোট সাধারন ওয়ার্ডের সংখ্যা ৯টি। মোট সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৩ টি। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২টি। ভোট কক্ষের সংখ্যা ৯৫টি। মোট ভোটারের সংখ্যা ৩০৩৮৫ জন। তার মধ্যে পুরুষ ১৫০৪৪ জন ও নারী ভোটার ১৫৩৪১ জন। পুরুষের থেকে নারী ভোটার ২৯৭ জন বেশি রয়েছে শার্শা উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, সরকারের নির্দেশ মেতাবেক অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য বেনাপোল পৌর সভার প্রতিটি অর্থাৎ ৯ টি কেন্দ্রে ৯জন ম্যাজিষ্ট্রেট নিযুক্ত থাকবে। তিনি বলেন প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনছার থাকবে।

নির্বাচন পরিচালনার সাথে থাকবে ১২ জন পিজাইডিং অফিসার। সহকারী পিজাইডিং অফিসার থাকবেন আরও ৯৫জন। মোট পুলিং অফিসার থাকবেন ১৯০ জন। এ ছাড়া নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পর্যবেক্ষক থাকবেন। তিনি বলেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। যে কারনে কোন প্রকার জবর দকল , ভোট কাটা কাটি এক অন্যের ভোট প্রদানের কোন সুযোগ থাকবে না।

এবারের বেনাপোল পৌর নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর বিএনপি না গেলেও ৩ জন প্রার্থী মেয়র পদে লড়ছিলেন। তার মধ্যে এক জন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন উজ¦ল ১৫ জুলাই শনিবার ভোটের এক দিন আগেই নৌকা প্রতিকের প্রতি সমর্থন জানিয়েদেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ান। যে কারনে এখন মেয়র পদে নির্বাচন হবে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী নাসির উদ্দিন ও মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন এর মধ্যে। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াই করছেন ৪৭ জন এবং মহিলা সংরক্ষিত আসনে লড়ছেন ১৫ জন প্রার্থী লড়ছেন।

গত২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম বেনাপোল উন্নয়নের অংশ হিসেবে বেনাপোল কে পৌর সভা ঘোষনা করেন। এখন সেই বেনাপোল পৌর সভা দেশের প্রথম গ্রেডের পৌর সভা হিসেবে উন্নিত হয়েছে। বেনাপোল পৌর সভায় গত ২০১০ সালের ১৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে ব্যাপক অনিয়ম, পেশিশক্তি প্রয়োগ ও ভোট চলাকালীন সময়ে জবর দখলের অভিযোগ ছিল। তারই মধ্যে আওয়ামীলীগৈর মনোনীত প্রার্থী আশরাফুল আলম লিটন মেয়র পদে নির্বাচিত হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দি ছির বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নাজিম উদ্দিন।

নির্বাচন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাচন অফিসার শমেন বিশ্বাস ছন্দ আরও বলেন বেনাপোল পৌর সভায় ৯ টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে এই প্রথম ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে। প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরা। আইন শৃঙ্খলা বাহীনি, পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্য ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি বলেন এরই মধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ। তিনি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit