নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রা সমাবেশে অংশ গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পদযাত্রা সমাবেশ শেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পরামর্শে ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি মওদুদ আহমদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ ৮১ বছর বয়সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ পারিবারিক কবরাস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক এমপি ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। পল্লীকবি জসীম উদ্দীনের জামাতা মওদুদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/সকাল ১১:০১