শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেই দায়িত্ব পালন করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের সিলেট নগরী হবে সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী, নাগরিক সুবিধা সমৃদ্ধ উন্নত নগরী, স্মার্ট নগরী। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখা প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।
১৪ জুলাই শুক্রবার সকালে মেয়রের বাসভবনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশর কুমার কর ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহিদ সারওয়ার সবুজ এর নেতৃত্বে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ,মোঃ আব্দুল কাদির , সালাউদ্দিন বক্স সালাই,সৈয়দ মোজাফ্ফর হোসেন রুহেল, সাদিকুর রহমান সাদিক , দবির আলী, ,ধ্রুব জ্যোতি দাস ( ধ্রুব গৌতম),নুরুল হুদা চৌধুরী কয়েছ , এডভোকেট প্রবাল চৌধুরী পুজন, এডভোকেট দ্বিলীপ কুমার দেব, ফয়সল কাদির পাওয়েল ,এম. আব্দুল মুকিত, মোয়ামিন চৌধুরী বাপ্পি, আব্দুল কাইয়ুম জুয়েল,আফতাবুল কামাল রেকি, মোঃ জালাল উদ্দিন শাবুল, গোলাম মোওলা চৌধুরী , মোঃ নুরুজ্জামান জুয়েল প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ১০:০৮