বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর বন্ধু ফোরাম আয়োজিত অকাল প্রয়াত মরহুম সাইদুর রহমান মোল্লা সিপন এর স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোপীনাথপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, গোপীনাথপুর বন্ধু ফোরাম সংগঠনের সভাপতি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মশিউর রহমান মিথুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউ.কে প্রবাসী মোঃ সুপান মুন্সি, জার্মান প্রবাসী তানিম চৌধুরী, গোপীনাথপুর গ্রামীণ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ নবী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ, মনির খান, মোঃ জসিম উদ্দিন, লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী মোঃ মামুন খান, চাকুরীজীবি মোঃ আজাদ খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, গোপীনাথপুর ইউনিয়ন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডাঃ রিপন কবির ভূইয়া, গোপীনাথপুর শহিদ বাবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাইনুল ইসলাম মিনাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
জানা গেছে গোপীনাথপুর মোল্লাবাড়ি’র মোঃ শহিদ মোল্লার ছেলে, মোঃ সায়েদুর রহমান মোল্লা সিপন গত ২৪শে জুন শনিবার রাত আনুমানিক ৩টার দিকে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর, তিনি স্ত্রী, ২মেয়ে সহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন। সে গোপীনাথপুর গ্রামের আধ্যাত্মিক সাধক বুলবুলে ফকির নওয়াব শাহ (রহঃ) এর নাতি। লেবানন প্রবাসের মাধ্যমে তার কর্মজীবন জীবন শুরু করলেও পরে দেশে এসে সফলতার সঙ্গে তিনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।
শোকসভা থেকে তার সহ পার্টিরা জানান, বাস্তব জীবনে তিনি সদা হাস্যজ্জল ও একজন উদার মনের মানুষ ছিলেন, এ সময় তারা মরহুম সিপন মোল্লার বর্ণিল কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন, আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, বন্ধুবান্ধব, এলাকাবাসীসহ অনেকেই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করে। পড়ে উপস্থিত সকলের মাঝে তাবারক হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৯