শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে এক বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরের সোবহানিঘাটস্থ ওয়েসিস হাসপাতালের ২য় তলায় এ ঘটনা ঘটে। আহত-বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার মো. নূর মিয়া (৩০), সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিমবাগ, আবাসিক এলাকার ফজলুর রহমানের পুত্র। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার নূর মিয়া তাঁর স্ত্রী শারমিন আক্তারকে ডেলিভারির জন্য মঙ্গলবার সোবহানিঘাটস্থ ওয়েসিস হাসপাতালে ভর্তি করেন। সুন্দরভাবে ডেলিভারি সম্পন্নও হয়। পরদিন বুধবার সকাল ১০টায় হাসপাতালের ২য় তলার ক্যান্টিনে বিস্কুট আনতে যান ইঞ্জিনিয়ার মো. নূর মিয়া। এসময় ক্যান্টিনের পরিচালক রাজনের সাথে পন্যের দাম নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যান্টিনের মালিক রাজন সহ হাসপাতালের ১০/১৫জন স্টাফ মিলে ইঞ্জিনিয়ার নূর মিয়াকে বেধড়ক মারপিট করে তাঁর মাথা এবং বিভিন্ন অঙ্গে গুরুতর জখম করে।
হামলাকারী এসময় তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন (সামস্যাং), নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট ফাড়ির ইনচার্জ শামিম আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ওয়েসিস হাসপাতালের সহাকারি ডাইরেক্টর ডা. তাপস দে রাহুল বলেন, ২য় তলায় যে ঘটনাটি ঘটেছে এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ক্যান্টিনটি লিজ দিয়েছি। তিনি আরো বলেন, অভিযোগ করা হয়েছে ওয়েসিস হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫