ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রভাব বিস্তারে কিশোরদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে কিশোররা বেপরোয়া হয়ে ওঠেছে এবং তারা সংঘটিত হচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুরে ইতোপূর্বে তারা বিভিন্ন অঘটন ঘটিয়েছে। কিশোর গ্যাং ঠেকাতে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ঈদের আগে ও পরে একাধিক ঘটনায় বিভিন্ন কিশোরদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে। ভূঞাপুর সরকারি পাইলট স্কুলের পুকুর পাড়ে, রেলস্টেশন, শিশুপার্ক, বাসস্ট্যান্ড, হাসপাতাল চত্বর, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, গণেশ মোড়সহ বিভিন্ন স্থানে কিশোর গ্যায়ের সদস্যরা অবস্থান করে, স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করে।
রোজ বাড কিন্ডারগার্টেনের পরিচালক আবুল বাশার জানান, কিশোর গ্যায়ের অত্যাচারে মেয়েরা স্কুল-কলেজে আসতে ভয় পায়। ফলে তারা মা-বাবাকে সঙ্গে করে নিয়ে আসে আবার সঙ্গে করে নিয়ে যায়। ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কিশোর গ্যাং ঠেকাতে আমরা জনসংযোগ, গণসচেতনতা ও বিট মিটিং করে যাচ্ছি। এছাড়া রাস্তায় রাস্তায় পুলিশ টহলের ব্যবস্থা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:০৫