শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলা, নেত্রকোনা পৌর সভা, বারহাট্টা, আটপাড়া, মদনসহ বিভিন্ন উপজেলায় অবাধে জুয়া খেলা চলছে। এতে করে বাড়ছে চুরি- ছিনতাই, সামাজিক অস্থিরতা। যুব সমাজ বিপথগামী হচ্ছে। অভিযোগ রয়েছে পুলিশকে জানিয়েও তেমন কোন কাজ হচ্ছে না। নেত্রকোনা পৌর সভার জয়নগর, বলাইনগুয়া, কাটলীসহ বিভিন্ন এলাকায় জুয়া খেলা হয়।
ওই সমস্ত এলাকায় চুরি সংগঠিত হয়। বৃহস্পতিবার কাটলী এলাকায় দত্ত উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় চোর। কিছুদিন আগেও চোর রড চুরি হয়। বুধবার সন্ধ্যায় জেলা সদরের মালনী পশ্চিমপাড়া থেকে তিনজন জুয়ারীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বৃহস্পতিবার মামলা হয়েছে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নেত্রকোনা পৌর সভার ইসলামপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে আবদুর রব মিয়া(৩১), পৌর সভার খতিবনগুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আলামীন(৩৮) ও মালনী গ্রামের মনিন্দ্র চন্দ্র সিংয়ের ছেলে মতি চন্দ্র সিং(৩৬)। এ ঘটনায় এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় জুয়া আইনে মামলা করেন। পুলিশ গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে পাঠায়।
একাধিক সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার করারধোপ গ্রামে, মদন উপজেলার ফতেহপুর ইউনিয়নের আগপাড়া গ্রামে, সদর উপজেলার টেঙ্গা, চল্লিশা, বারহাট্টা সদর, নেত্রকোনা পৌর সভার মালনী, জয়নগর, কাটলীসহ বিভিন্ন স্থানে প্রায় প্রতিনিয়ত জুয়া খেলা হচ্ছে। জুয়ারীরা তাস দিয়ে টাকার বিনিময়ে এবং মোবাইলে জুয়া খেলছে। জুয়া খেলায় বাজি ধরে সর্বশান্ত হয়ে পড়ছে অনেক মানুষ। বিশেষ করে যুব সমাজ মোবাইলে জুয়ার খেলার প্রতি আসক্ত হচ্ছে। এতে করে সামাজিক অস্থিরতার পাশাপাশি চুরি- ছিনতাই বাড়ছে। সংসারে অশান্তি দেখা দিচ্ছে। যুব সমাজ বিপথগামী হচ্ছে। মদনের আগপাড়া গ্রামের হাওরে জুয়া খেলা চলছে নিয়মিত।
স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই সমস্ত জুয়ার আসর বসায়। অভিযোগ রয়েছে পুলিশকে জানিয়েও কোন কাজ হয় না। জুয়ারীরা স্থান পরিবর্তন করে জুয়া খেলা চালায়। এদিকে বুধবার রাতে নেত্রকোনা পৌর সভার মালনী পশ্চিমপাড়া গ্রামে জুয়ার আসর থেকে তিনজনকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত তাস, মাটিতে বসার ছালা ও নগদ তিন হাজার দুইশত ত্রিশ টাকা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, জুয়া খেলার আসর থেকে তিনজনকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মদন থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, জুয়া খেলার বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৫