আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতে বিপর্যস্ত সুদান। এর মধ্যেই দেশটিতে দেখা যাচ্ছে হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে কমপক্ষে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে সুদানে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভয়েজ অব আমেরিকা।
ডক্টর্স উইদাউট বর্ডার্সের একজন কর্মকর্তা বলেছেন, সুদানের সংঘাত এবং বর্ষাকাল পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।
নাইরোবি থেকে এমএসএফের স্বাস্থ্য উপদেষ্টা মিচেল সাংমা বলেন, এমএসএফের গ্রাউন্ড টিম গত মাসে শিশুদের মধ্যে হামের ২০০টির বেশি সন্দেহজনক ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৩ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, সুদানে সেনাবাহিনী এবং একটি প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রায় তিন মাস ধরে চলা সংঘাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
এ সপ্তাহে প্রকাশিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একটি প্রতিবেদন অনুসারে, সুদানের সংঘাতের কারণে ২৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এর মধ্যে ২২ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
সহিংসতা জনগণের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে কঠিন করে তুলেছে, অনেকে দেরিতে চিকিৎসা পাচ্ছে কারণ স্বাস্থ্য স্থাপনাগুলোতে যাওয়া খুবই বিপজ্জনক।
কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৬