বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলপথ অবরোধ করে রেখেছে ‘ঈদ স্পেশাল-৭’ নামে একটি ত্রেনের যাত্রিরা। রাত নয়টা ২৫ মিনিট থেকে তারা উপকুল এক্সপ্রেস নামে টেনের সামনে দাড়িয়েরেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে যাত্রীদের বিতন্ডা হয়।
ট্রেনের যাত্রী নিজাম উদ্দিন, সাদ্দাম হেসেন, জানান, গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া এনে চার ঘনৃটার মতো আটকে রাকা,হয়। এর আখাউড়া এনে এক ঘন্টা। তাদেরকে কখনো লাইনের সমস্যা কখনো ইঞ্জিনের সমস্যার কথা বলা হয়। এ অবস্থায় পিছনের দিক থেকে আসা উপকুল এক্সপ্রেস ছাড়ার সিগন্যাল দেওয়া হয়। এতে যাত্রীরা ক্ষুব্দ হয়ে উপকুল আটকে দেন।
কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৩,/রাত ১১:১৪