স্পোর্টস ডেস্ক : জালাল ইউনুস বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।’
দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তামিম। চোট নিয়েই তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে হারের পরদিনই এল ড্যাশিং ওপেনারের অবসরের ঘোষণা। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’
অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন। কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’
এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০