আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মে অতিরিক্ত দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরান খানকে এই মামলায় অভিযুক্ত করেন। সে সময় ইমরান খানের আইনজীবীরা এই মামলাকে অগ্রহণযোগ্য বলে আরজি জানালেও বিচারক তা খারিজ করে দেন।
পরে ৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবীরা বিষয়টি নিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি আমির ফারুক গত ২৩ জুন ঘোষণা দেন ঈদুল আজহার পর মামলার বিষয়টি আবারও আদালতে তোলা হবে। পরে মঙ্গলবার আরও শুনানি শেষে বিচারপতি মামলাটিকে অগ্রহণযোগ্য বলে রায় দেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে।
এরপর ওই বছরের অক্টোবর মাসে ইমরান খানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পায় নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচন পর্যন্ত ইমরান খানকে সরকারী পদে থাকতে বাধা দেয়। তবে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগের কথা অস্বীকার করেন। উল্লেখ্য, তোশাখানা হলো সরকারের এমন একটি বিভাগ যেখানে বিশ্বের অন্যান্য দেশের সরকার, রাজনীতিবিদ এবং প্রতিনিধিরা কোনো একটি দেশের সরকারি কর্মকর্তাদের যেসব উপহার দেন সেগুলো জমা থাকে।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪০